রূদ্র চক্রবর্তী: চিন্তন নিউজ:১৪ই আগস্ট:- স্থায়ী চাকরির অবসান ঘটানোর জনবিরোধী নতুন বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। সংখ্যার জোরেই আগামী শীতকালীন অধিবেশনে শ্রম আইন পাস করাতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মনে করা হচ্ছে।
এই শ্রম আইনের ফলে কোন চাকরিই আর স্থায়ী থাকবে না সবটাই অস্থায়ীরূপে গৃহীত হবে ।যে কোন সংস্থা যাতে তাদের ইচ্ছামত সময় অনুযায়ী শ্রমিক নিয়োগ এবং ছাঁটাই করতে পারে এটাই কেন্দ্রীয় সরকারের লক্ষ। মালিকপক্ষের স্বার্থেই এই শ্রম আইন আনা হচ্ছে। অস্থায়ী চুক্তি করণের মাধ্যমে মালিকপক্ষ যেকোনো সময় শ্রমিকদের ছাঁটাই করতে পারে এই আইনের ফলে।শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে আগামী দিনে এই কালা আইনের বিরুদ্ধে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে বলে জানা যাচ্ছে।