বিদেশ

তীব্র জোড়া বিষ্ফোরণ লেবাননের রাজধানী বেইরুটে।।


চৈতালি নন্দী:চিন্তন নিউজ:৫ই আগস্ট:- আজ রাত সাড়ে নটার সময়  পরপর দুটি জোড়া বিষ্ফোরনে কেঁপে উঠলো লেবাননে রাজধানী বেইরুট। সোস‍্যাল মিডিয়ায় ভিডিওর  ভিত্তিতে দেখা গেছে বিষ্ফোরণ হয়েছে দু’বার। খবরে প্রকাশ বেইরুটের সমূদ্র বন্দর এলাকায় হয়েছে এই বিষ্ফোরণ। এলাকার বহতলগুলি তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখা যায়। এক বিরাট ধোঁয়ার কুন্ডলী অগ্নিগোলকের সঙ্গে পাকিয়ে উপরে উঠতে দেখা গেছে। এর তীব্রতায় বাড়িঘরের অংশবিশেষ জানলা দরজা কাঁচ অনেক দূরে ছিটকে পড়তে দেখা যায়। ভয়ঙ্কর কান ফাটানো শব্দে কেঁপে ওঠে কয়েক কিলোমিটার দূরের ঘরবাড়িও।

এখনো পর্যন্ত ২৭ টি মৃতদেহ পাওয়া গেলেও গুরুতর আহত হয়েছে ২৫০০ র বেশী মানুষ বলে মনে করা হচ্ছে । তার মধ‍্যে কয়েকটি শিশুও রয়েছে। ঘটনার পর মানুষ জন ঘরবাড়ি ছেড়ে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে।
২০০৫ সালের এক গাড়ি বোমায় নিহত হন তৎকালীন  প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরি। সেই হত‍্যা মামলার রায় ঘোষণার আগেই এই বিষ্ফোরণ এর অন‍্য তাৎপর্য রয়েছে বলে অনেকে মনে করেছেন। তবে এই ঘটনার সঙ্গে এই বিষ্ফোরনের কোনো সম্পর্ক আছে কিনা তা এখনও জানা যায়নি। তবে প্রচুর দাহ‍্য পদার্থ সেখানে মজুদ ছিল বলে জানা যাচ্ছে।

যদিও এই বিষ্ফোরণ এর কারণ এখনও স্পষ্ট নয় ,তবে এই বিষ্ফোরণ হিরোসিমা নাগাসাকির কথা স্মরণ করিয়ে দেয়। প্রেসিডেন্ট মাইকেল আউন ও রাজনৈতিক নেতৃবৃন্দ শীর্ষ সুরক্ষা কমিটির জরুরি আলোচনায় বসেছেন কারণ অনুসন্ধানের  জন‍্যে। ইজরায়েল জানিয়েছে এই ঘটনায় তাদের কোনো হাত নেই। ফ্রান্স জানিয়েছে তারা সাহায্যের জন‍্যে প্রস্তুত।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।