বিদেশ

মহামারীও আটকাতে পারলোনা ক্ষমতার দম্ভ- আগ্রাসন


মীরা দাস: চিন্তন নিউজ:২৫শে এপ্রিল;– সারা বিশ্ব ব্যস্ত করোনা নিয়ে ।৪৭ হাজার মৃতের সংখ্যা ছুঁয়ে ফেলেছে খোদ আমেরিকার । ইরান ও আমেরিকার পাল্টা হুমকিতে ব্যাপক উত্তাপ ছড়াল পারস্য উপসাগরে, এতো মৃত্যুর পরেও ঠান্ডা যুদ্ধের বিরাম নেই ।পারস্য উপসাগরে ব্যাপক উত্তপ্ত হয়ে রয়েছে।….করোনা’ র আবহেও যুদ্ধ জাহাজ ধ্বংসের হুমকি পাল্টা হুমকি চলছে ।

মার্কিন প্রেসিডেন্ট বুধবার ট্যুইট করে জানিয়েছেন সমুদ্রে যদি ইরানের সব কিংবা কোনো একটি গানবোট মার্কিন জাহাজ হয়রানি করে তবে, তাদের সব কটি জাহাজকে গুলি করে ধ্বংস করে দিতে নির্দেশ দিয়েছে আমেরিকা, এর পাল্টা বৃহস্পতিবার দিলেন ইরানের আই আর জিসির প্রধান হোসেন সালামি, তিনি তাদের নৌবাহিনীকে আদেশ দিয়েছেন পারস্য উপসাগরে ইরানের সামরিক বা বেসামরিক জাহাজের নিরাপত্তায় হুমকি দেয়া যে কোনো আমেরিকান সন্ত্রাসী জাহাজ ধ্বংস করতে আর এর জেরেই পারস্য উপসাগরে ব্যাপক উত্তাপ সৃষ্টি হয়েছে ।একদিকে তেহরানের বিপ্লবী গার্ডের প্রধানের হুমকি সব মিলিয়ে পারস্য উপসাগরে রাজনীতির পারদ চড়ছে ।

এই মুহূর্তে করোনার জেরে মারাত্মক বিপাকে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। এ পরিস্থিতিতে পারস্য উপসাগরে ইরানের সঙ্গে তাদের সংঘাত আবহ খুব একটা স্বস্তি দেবে না আমেরিকাকে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।