দেশ

পরিবেশ আন্দোলনেও বিতর্কিত আইন ইউএপিএ-র প্রয়োগ


রত্না দাস: চিন্তন নিউজ: ২৫শে জুলাই:- পরিবেশবাদী বিভিন্ন সংগঠন গুলির উপর পড়েছে রাষ্ট্রের কোপ। ‘ফ্রাইডেস ফর ফিউচার ইন্ডিয়া’ (এফ এফ আই), ‘লেট ইন্ডিয়া ব্রিদ’, ‘দেয়ার ইজ নো প্ল্যানেট বি’ সংস্থাগুলি পরিবেশ বাঁচানোর জন্য কাজ করে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে ই-মেলে দাবিসনদ পাঠানোর অপরাধে বিতর্কিত ইউএপিএ আইনে নোটিশ পাঠায় ‘এফএফ আই’ ওয়েবসাইটটিকে।

গ্রেটা থুনবার্গ সুইডিশ পরিবেশকর্মী, তারই আন্দোলনের ভারতীয় চ্যাপ্টার এই ওয়েবসাইটটি। এই ওয়েবসাইট সহ আরো দুটি ওয়েবসাইটকে ব্লক করার নির্দেশ দেয় দিল্লি পুলিশ।

পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র সহজে দেওয়ার জন্য এনভায়র্ণনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট২০২০ নোটিফিকেশন আনতে চাইছে কেন্দ্র। বিশ্বব্যাপী চলছে অতিমারী। এই অতিমারীর মধ্যেও কেন্দ্রের এই মরিয়া মনোভাব দেখে তীব্র ক্ষুব্ধ পরিবেশপ্রেমী সংগঠনগুলি।

সাধারণত সন্ত্রাসবাদী কার্যকলাপের ক্ষেত্রেই এই ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়। নোটিশে দিল্লি পুলিশ বলেছে , কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেরকরের অভিযোগের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে দেখা যায় এই ওয়েবসাইট গুলি বেআইনি কার্যকলাপ করছে যাতে শান্তি ও সার্বভৌমত্ব ব্যহত হ’তে পারে। অথচ দিল্লি পুলিশ বলছে জাভেরকরের ই-মেল আইডিতে বিভিন্ন ই-মেল আইডি থেকে ইআইএ ২০২০ শীর্ষক ই-মেল গিয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।