স্বাতী শীল:চিন্তন নিউজ:২১শে আগস্ট:- গত বৃহস্পতিবার রাত্রে তেলেঙ্গানা শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্রে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তেলেঙ্গানা রাজ্যের নগরকুর্ণুল জেলার শ্রীশৈলম বাঁধের হাইড্রলিক পাওয়ার স্টেশন এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। প্ল্যান্টের ভেতরে থাকা একটি পাওয়ার হাউসে হঠাৎই আগুন ধরে যায় এবং এর পরেই বিষাক্ত ভারী ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র অঞ্চল। ঘটনার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী শর্ট সার্কিট থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। ঘটনার সময় প্রায় ১৭ জন কর্মচারী পাওয়ার প্ল্যান্টের ভেতরে ছিলেন বলে মনে করা হচ্ছে, যার মধ্যে মোট ৮ জনকে উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত। বাকিদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। এই উদ্ধারকার্যে দমকল কে সাহায্য করার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে এনডিআরএফ-এর একটি দুর্যোগ মোকাবিলাকারী দল। কিন্তু দুর্ভাগ্য যে, বিস্ফোরণের ফলে নির্গত ধোঁয়ায় সমগ্র টানেলটি ঢেকে যাওয়ায় উদ্ধারকার্য ব্যহত হচ্ছে।
রাজ্যের মন্ত্রী জগদীশ রেড্ডি জানিয়েছেন যে, পাওয়ার স্টেশনের প্রথম ইউনিটের ৪ টি প্যানেল এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন টি এস জেনকোর এমডিও।
তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ সীমান্তে বহমান কৃষ্ণা নদীর শ্রীশৈলম বাঁধের উপর এই জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে। এখানেই প্রতিদিনের মত কাজ করছিলেন তেলেঙ্গানা স্টেট পাওয়ার কর্পোরেশনের কর্মীরা। ঠিক এই সময় শর্ট সার্কিটের কারণে এই বিস্ফোরণ ঘটে বলে তেলেঙ্গানা প্রশাসন সুত্রে খবর। ওই বিদ্যুৎ কেন্দ্রটিতে ৬ টির বেশি পাওয়ার জেনারেটর রয়েছে বলে জানা গেছে।