রাজ্য

মাসিক ভাতা না পেয়ে ধর্ণায় কারিগরি শিক্ষকরা


সঞ্জিত দে: ধূপগুড়ি ১৩ সেপ্টেম্বর:- – গত তিনমাস থেকে ভাতা না পেয়ে তিনজেলার কারিগরি শিক্ষকরা কলেজের কো অর্ডিনেটরের অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসলেন সোমবার রাত সাতটা থেকে। বানারহাট ব্লকের নাথুয়া রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন আই টি আই কলেজের চুক্তি ভিত্তিক শিক্ষকরা গত তিন মাস থেকে তাদের ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলার পাঁচটি আই টি আই কলেজের ৪০ জনের বেশি চুক্তিতে নিয়োগ হওয়া শিক্ষকদের ভাতা প্রদান বন্ধ রয়েছে।এই পাঁচ কলেজের মুখ্য কো- অর্ডিনেটরের অফিস এই নাথুয়াতে। ধর্নায় বসা রাজেশ রায় বিকাশ রায় বিনয় ধর সহ অনান্যরা বলেন সামান্য সাত থেকে নয় হাজার টাকা ভাতা নিয়ে আমরা কাজ করি। বার বার অনিয়মিত ভাবে আমাদের ভাতা দেওয়া হয়।গত তিন মাস হয়ে গেল তা পুরোপুরি বন্ধ। লক ডাউন চলায় আমাদের সংসার চালানো অসহনীয় হয়ে উঠেছে। অন লাইন ক্লাস করা হচ্ছিল।বাধ্য হয়ে লিখিত দিয়ে জানিয়ে সেটা বন্ধ রাখা হয়েছে।

আজ সারাদিন ধরে কো অর্ডিনেটর ননী গোপাল পালের সাথে আলোচনা চলেছে কিন্তু তিনি তার মনোভাবে অনড় রয়েছেন। কিভাবে সংসার চালাবেন তাঁরা ভেবে কুলকিনারা পাচ্ছেন না, তাই বাধ্য হয়ে ধর্নায় বসা।আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম কোচ বিহারের মাথাভাঙা জলপাইগুড়ির নাথুয়া ময়নাগুড়ি মালবাজার এই পাঁচ কলেজের ৪০ জনের বেশি শিক্ষক রয়েছেন। সকলের অবস্থা খুব খারাপ হয়ে উঠেছে। আজ ১৪ জন বসেছেন, মঙ্গলবার বাকি সবাই আসবেন তাঁদের দাবি মেনে ভাতা না দিলে তাঁরা এখান থেকে উঠে যাবেন না।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।