রাজ্য

শিক্ষক দিবসে কলকাতা—–


গৌতম প্রামাণিক:চিন্তন নিউজ:৬ই সেপ্টেম্বর,২০২০:- ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সংগঠন এই দিনটাকে উদযাপন করে থাকে।সে কারনে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়েই কলকাতা জেলার এসএফআই এবং ডিওয়াইএফআই যৌথভাবে শিয়ালদহ বহু বাজার আঞ্চলিক কমিটির অন্তর্গত ৪৯ ওয়ার্ড ইউনিট কর্মসূচি গ্ৰহন করেছিল। প্রকাশ্য রাস্তায় এই কর্মসূচি, তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করে বুক চিতিয়ে সফল কর্মসূচি পালন হলো।
অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এই বছরে এই দিনটির। কারন, শিক্ষক হিসেবে সারা দেশের বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যে শিক্ষকরা দৃষ্টান্ত স্থাপন করেছেনতাঁদের মধ্যে অন্যতম মিত্র ইনস্টিটিউশন (মেইন)-র শিক্ষক শ্রদ্ধেয় বরুণ বিশ্বাস। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ছাত্র সমাজকে সামাজিক সচেতন করতে গিয়ে খুন হয়েছিলেন। এই শিক্ষক দিবস ছিল শ্রদ্ধেয় বরুন বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানানোর যথাযথ দিন।এটাই হলো অন্যান্য সংগঠনের সাথে বাম ছাত্র-যুব সমাজের দৃষ্টিভঙ্গির তফাৎ।
দারুন উপভোগ্য এই কর্মসূচি ছিল, কারন, সমগ্ৰ শিক্ষক সমাজের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তারা অঞ্চলে যারা বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, মহাবিদ্যালয়ের শিক্ষক নন, যারা বহু বছর ধরে অঞ্চলে অনেক ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের মধ্য দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করেছেন তাঁরা দেখা গেছে সংগঠনগত ভাবে এইদিনের কর্মসূচিতে উপক্ষিত থাকেন। অথচ তাঁদের অবদান অপরিসীম! যথাযথ মর্যাদায় এসএফআই এবং ডিওয়াইএফআই আঞ্চলিক মাস্টার মশাইদের সন্মাননা প্রদান করেছে। এলাকাবাসী এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। সাথে ঐ ৪৯নং ওয়ার্ডের সকল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের সংর্বধনা ও শিশু, কিশোরদের শ্রদ্ধেয় বরুন বিশ্বাস স্মারক শিক্ষা সরঞ্জাম প্রদান করেছে এসএফআই এবং ডিওয়াইএফআই।

নিজস্ব সংবাদদাতা,চিন্তন নিউজ: নয়া শিক্ষা নীতি- ২০২০ বাতিলের দাবী সহ শিক্ষা ও পেশাগত অন্যান্য দাবীতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে আজ শিক্ষক দিবসে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। কলকাতা, উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা জেলার শিক্ষক ও শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন। কলেজ স্ট্রীট ও মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থলে ম্যাটাডোরের ওপর অস্থায়ী মঞ্চ থেকে সমাবেশ পরিচালনা করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সভাপতি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। নয়া শিক্ষা নীতির বিভিন্ন দিকগুলি তুলে ধরেন। তিনি মনে করেন এই নীতি শিক্ষাকে পুরোপুরি বেসরকারীকরণের ফলে শিক্ষা সংকুচিত হবে এবং শিক্ষার ধর্মনিরপেক্ষ দিকটি একেবারেই পদদলিত হবে। এ ছাড়াও যে দাবীগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তা হলো কোনও মতেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা চলবে না, পঞ্চম থেকে নবম শ্রেণির সিলেবাসের কাঠামো ও মূল্যায়নের প্রক্রিয়া অবিলম্বে পর্ষদকে জানাতে হবে, মিড ডে মিলের অর্থ বরাদ্দের বৃদ্ধির দাবী করেন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া পেনশন অবিলম্বে দেবার দাবী তোলেন।

সভার শেষে সমাবেশ স্থল থেকে শিয়ালদহ পর্যন্ত একটি মিছিলে প্রায় দেড় শতাধিক শিক্ষক ও শিক্ষাকর্মী পা মেলান। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন এবিটিএ’র কলকাতা জেলার সম্পাদক প্রিয় নিয়োগ, সভাপতি মৃন্ময় রায়, উত্তর ২৪ পরগণা জেলার সম্পাদক অশোক রায় চৌধুরী, দক্ষিণ ২৪ পরগণা জেলার সম্পাদক অনুপম রায় সহ আরও অনেকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।