রাজ্য

রাজ্য জুড়ে ট্যাক্সি ধর্মঘট আগস্ট মাসে


মীরা দাস, চিন্তন নিউজ, ২৫ জুলাই: রাজ্যের ট্যাক্সি ফের ধর্মঘটের পথে হাঁটতে চলেছে পেট্রলের মূল্য বৃদ্ধির জন্য। আগস্টের প্রথম সপ্তাহে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন যৌথ ফোরাম। ভাড়া বাড়ানোর দাবিতে আওয়াজ তুলেছিল বাস, মিনিবাস, ট্যাক্সি সহ অন্যান্য যাত্রী পরিবহন সংগঠনগুলি। রাজ্য সরকারকে চুড়ান্ত সময় সীমা বেঁধে দিল পরিবহন যৌথ ফোরাম। এই মাসেই টোকেন ধর্মঘট করে ওলা, উবের সংগঠনগুলি।

অাগামী ৬ ও ৭ আগস্ট টানা ৪৮ ঘন্টা ট্যাক্সি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বাস মালিক সংগঠন গুলির পক্ষ থেকে এদিনের বৈঠকে ২৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়।সিটুর রাজ্য সভাপতি অনাদি শাহু বলেন পেট্রোপন্যের মুল্যবৃদ্ধির কারনে পরিবহন শিল্পে চরম দুর্দশা নেমে এসেছে, ভাড়া না বাড়ালে রাস্তায় ট্যাক্সি নামানো সম্ভব নয়।

এদিন সিটুর রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের কর্তারা হাজির হয়েছিলেন। সংশোধনী বিলের বিরদ্ধে সোচ্চার হন তারা। সিটুর রাজ্য সম্পাদক সুভাষ মুখোপাধ্যায় বলেন অবিলম্বে এই সংশোধনী বিল বাতিল করা উচিৎ। এই ধর্মঘটে ট্যাক্সি মালিক ও কর্মচারী সংগঠনগুলিকে যোগদান করতে আহ্বান করা হয়। তৃণমুল কংগ্রেসের ট্যাক্সি সংগঠনকেও এই ধর্মঘটে সামিল হতে আহ্বান করা হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।