মৌসুমী চক্রবর্তী, চিন্তন নিউজ, ৫ জুলাই: ২৫শে মার্চ। রাষ্ট্রপুঞ্জের তরফে এই দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হয়। ১৯৯৩ সালে প্রথমবার বিশ্ব জল দিবস পালন করা হয়। এবছরে বিশ্ব জল দিবসে জাতিপুঞ্জের থিম হল “কেন জলের এত খরচ?” তবে জলের কী গুরুত্ব রয়েছে তা বুঝতে হলে এই সম্পর্কে কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে হবে। ৬৬ […]