কাকলি চ্যাটার্জী, চিন্তন নিউজ, ১২ জুলাই: স্বাধীনতার পর অতিক্রান্ত ৭২ বছর। সংবিধান স্বীকৃত সব ধর্মের, সব জাতির মানুষের দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকা, স্বাস্থ্য শিক্ষার অধিকার আজও স্বপ্নই থেকে গেল সমাজের এক বিশাল সংখ্যক মানুষের কাছে। একটা ভারত স্বপ্ন দেখে আর একটা ভারত স্বপ্ন ফেরি করে। এরকম এক স্বপ্ন দেখা গ্ৰাম পুরুলিয়া জেলার বরাবাজার […]