দেশ

সমুদ্রের তলায় সন্ধান মিলল ‘গুপ্তধনের’


মীরা দাস, চিন্তন নিউজ, ১১ আগষ্ট: জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকরা ভারতীয় জলসীমার মধ্যেই সমুদ্রের তলায় খোঁজ পেলেন কয়েক লক্ষ টন দুর্মূল্য ধাতু ও খনিজ পদার্থের। এই আবিষ্কার অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করছেন গবেষকরা। এই বিপুল পরিমাণ সামুদ্রিক সম্পদের সন্ধান প্রথম পাওয়া গিয়েছিল মেঙ্গালুরু. চেন্নাই, মান্নার বেসিন, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন সমুদ্রের গভীরে। ২০১৪ […]