মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ৬ জুন: বিশ্বের ৬ টি মহাদেশের ৪০৩ টি শহরের মধ্যে এক নম্বরে জায়গা পেল মুম্বাই। সবচেয়ে বেশি ট্রাফিক জ্যামের শহর হিসেবে। ট্রাফিক জ্যামের নিরিখে বিশ্বের মধ্যে চার নম্বরে দিল্লি। লোকেশন টেকনোলজি স্পেশালিস্ট টমটম সংস্থার করা খতিয়ান বলছে ২০১৮ সালে ট্রাফিক জ্যামের শহর হিসেবে এক নম্বর জায়গা ধরে রেখেছে মুম্বাই। তার আগের […]