চৈতালী নন্দী, চিন্তন নিউজ, ২২ নভেম্বর: লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার পাশ করাতে উদ্যোগী হয়েছে শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম আইন। যে শ্রমবিল প্রস্তাবিত হয়েছে তা বিতর্কিত এবং তার প্রভাব সুদূরপ্রসারী। এতে কাজের সময়সীমা বাড়িয়ে ৮ ঘন্টার পরিবর্তে ১২ ঘন্টা করা হয়েছে। যদি বেশী সংখ্যক কর্মী নিয়োগ করাই সরকারের উদ্দেশ্য হোতো তাহলে রাজ্যগুলিতে কাজের সময় […]