রত্না দাস, চিন্তন নিউজ, ২ জুলাই: সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বিদেশি সংস্থা বা ব্যক্তির আমানতের নিরিখে ২০১৮ সালে ভারত একধাপ পিছিয়ে গেল। গত বছরের ৭৩তম স্থান থেকে নেমে এখন ৭8তম স্থান। সুইস ব্যাংকের তথ্য অনুযায়ী বিদেশিরা যে পরিমান টাকা রাখে তার মোট টাকার ০.০৭% ভারতীয়দের। প্রথম স্থানে ব্রিটেন। উলেখ্য, ২০১৮ সালে ওই ব্যাঙ্কগুলিতে টাকা রাখার পরিমান কমেছে […]