মল্লিকা গাঙ্গুলী, চিন্তন নিউজ, ১০জুন: আসিফা! নামটা সারা দেশের দগদগে ক্ষত! মাত্র আট বছরের ফুটফুটে এক কাশ্মীরী নাবালিকা আসিফা গণধর্ষণ কান্ডের আবেগ দীর্ঘ ১৭ মাস আবার জেগে উঠল। কারণ আজ ১০ই জুন, সুপ্রিম কোর্ট এই নারকীয় ঘটনার দোষীদের সাজা শোনালো। গত বছর ১০ই জানুয়ারি মাত্র আট বছরের এই কাশ্মীরী শিশুটিকে অপহরণ করে সাত দিন ধরে […]