মীরা দাস, চিন্তন নিউজ, ১১ জানুয়ারি: চালু অবস্থায় স্পেস স্টেশনের কম্পিউটার সারানো হলো। এই প্রচেষ্টা খুবই বিরল। যেমন মানুষের হার্টকে সচল রেখে ওপেন হার্ট সার্জারি করা হয়, ঠিক সেই রকম প্রচেষ্টা। আন্তর্জাতিক স্পেস সেন্টারের কম্পিউটার চালু রেখে তার সার্কিট ঠিক করা হলো, এবং সেই কাজ সফল করা হয়েছে দক্ষতার সাথে। এই স্পেস স্টেশনের যাবতীয় কাজ […]