মীরা দাস, চিন্তন নিউজ, ১২ জানুয়ারি: এই বছর মহাকাশ গবেষণার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হিসাবে পরিগণিত হতে চলেছে। ভারত আবার চন্দ্র অভিযান করবে এই বছরে। ‘চন্দ্রযান – ৩’ চাঁদের মাটিতে নামার চেষ্টা করবে। এ ছাড়া এ বছর প্রথম মহড়া হবে কোন মহাকাশচারী ছাড়া ‘গগনযান’ – এর। ভারত সারা বছরে প্রায় পঁচিশটির বেশি মহাকাশ অভিযান করবে। ভারতীয় […]