কলমের খোঁচা

মন রে – চড়িয়ে দেহ রথে, করিস গমন উল্টো পথে!


অশোক কুমার দাস, চিন্তন নিউজ, ৬আগষ্ট: টিকে থাকার সংগ্রামে জীবিকার প্রয়োজনে মানুষই খুঁজে নিয়েছে তার রাস্তা। ঘাসের বীজে পেয়েছে খুঁজে খাদ্য শস্যের দানা। গাছের ছালে পেয়েছে খুঁজে লজ্জা নিবারনের আবরণ। হিংস্র পশুদের আক্রমণ থেকে বাঁচতে গড়েছে গোষ্ঠী। চাহিদার অপূর্ণতায় প্রতিনিয়ত হন্য হয়ে করেছে সৃষ্টি নতুনত্বের। নিজেদের কাঁধ থেকে জোয়াল নামিয়ে চাপিয়েছে বলদের কাঁধে, আরো চাহিদায় […]