স্বাতী শীল, চিন্তন নিউজ, ৫ নভেম্বর : শেষ পর্যন্ত পরিবেশবিদদের আশঙ্কাই সত্যি হলো। ছট পুজোর একদিন পরেই রবীন্দ্র সরোবরের জলে ভাসতে দেখা গেল মরা মাছ, মরা কচ্ছপ। তছনছ হলো সরোবরের পদ্মবন। আদালতের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে ছট পুজোর নামে তান্ডব চলল তাতে জীব বৈচিত্রের উপর প্রভাব পড়াটাই স্বাভাবিক বলে মনে করেছেন পরিবেশ প্রেমীরা। […]