সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ১১ জুন: চিকিৎসা পরিভাষায় এক বিরল রোগ ডেক্সট্রোকর্ডিয়াতে আক্রান্ত হয়ে উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা বছর পঞ্চাশের স্বপন পাল কলকাতা আর জি কর হাসপাতালে উপস্থিত হন। রোগের নাম রোগী জানতেন না। কারণ রোগ অতি বিরল। প্রবল শ্বাসকষ্ট ও প্রবল বুকধড়ফড়ানী নিয়ে স্বপন বাবু আর জি কর হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। ডাক্তার বাবু […]