মীরা দাস, চিন্তন নিউজ, ২০ জুলাই: যোগ্যতা অনুযায়ী বেতনের দাবীতে একাধিক বার আন্দোলনে নেমেছিলেন রাজ্যের বঞ্চিত প্রাথমিক শিক্ষকরা। এই আন্দোলন তীব্র আকার ধারন করে গত মাসের ২৪ তারিখে। সে দিন মিছিলের শেষে লাঠি, গ্রেফতার, জলকামান প্রাপ্তি হয়েছে প্রাথমিক শিক্ষকদের। সেদিন প্রায় ৪০ হাজার শিক্ষকের মিছিল স্রোত আছড়ে পড়ে রানী রাসমনি এভিনিউতে। জল কামানের আঘাতে আহত […]