নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১৮ জুন: ২০২৭ সাল নাগাদ ভারত হবে বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ। পিছনে ফেলে দেবে চিনকে। এমনই জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্ট। রিপোর্টের বক্তব্য, ২০১৯ থেকে ২০৫০-এর মধ্যে এ দেশে জনসংখ্যা বাড়বে ২৭ কোটি ৩০ লক্ষ। রিপোর্টের নাম “দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০১৯: হাইলাইটস।” প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘের আর্থিক ও সামাজিক বিষয় সংক্রান্ত বিভাগ। এতে […]