মল্লিকা গাঙ্গুলী, চিন্তন নিউজ, ১৩ জুন: পেরু- ল্যাটিন আমেরিকার একটি ছোট্ট দেশ। সেই পেরু আজ বিশ্ব রাজনীতির আলোচনার মূলকেন্দ্র। প্রায় তিন দশক ধরে চিলির মতোই ল্যাটিন আমেরিকার এই দেশটি নব্য উদারনৈতিক অর্থনীতির দূর্গ হিসেবেই পরিচিত। আশির দশকে পেরুতে অতিবাম সশস্ত্র আন্দোলনের সমর্থক “শাইনিং পাথ” নামক উগ্র বামপন্থীদের শাসন এবং রাষ্ট্র শক্তির চরম দমন পীড়নে বিধ্বস্ত […]