সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ২৩ জুন: ওপারে মু্ক্তি যুদ্ধ আর এপারে উদ্বাস্তু মানুষের স্রোত। ১৯৭১ সাল। শিকড় ছেঁড়া লাখ লাখ মানুষ অস্থায়ী শিবিরে । আক্রান্ত হতে লাগল কলেরা, ডাইরিয়াতে। বনগাঁ সীমান্ত, পথে ঘাটে মানুষের লাশ। শিবির গুলোতে বমি দাস্তের স্রোত। ভয়ংকর সেই মৃত্যুমিছিল। ত্রাতা হয়ে এলেন এক বাঙালি চিকিৎসক, নাম দিলীপ মহলানবিশ। আক্রান্তদের মধ্যে প্রয়োগ […]