দেশ রাজ্য

হিসেবের কারচুপিতে রেগায় শীর্ষ ট্রফি বাংলার


চৈতালী নন্দী, চিন্তন নিউজ, ১৯ ডিসেম্বর: আজ বৃহস্পতিবার দিল্লিতে মহাত্মা গান্ধী জাতীয় রোজগার যোজনা প্রকল্পের (রেগা) কাজের জন‍্যে দেশের সব রাজ‍্যের মধ‍্যে প্রথম পুরষ্কার পেতে চলেছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের হিড়বাঁধ ও রানিবাঁধে উল্লেখযোগ্য কাজের জন‍্যেই এই পুরস্কার প্রাপ্তি। গত ১৩ ডিসেম্বরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের চিঠি আসে রাজ‍্য সরকারের হাতে। ১৯ ডিসেম্বর দিল্লি এসে এই পুরষ্কার গ্রহন […]