চৈতালি নন্দী, চিন্তন নিউজ, ১১ জুলাই: মেট্রো ডেয়ারির লাগাম ছাড়া দূর্নীতির বিরুদ্ধে সরব হলেন যৌথভাবে বামফ্রন্ট ও কংগ্রেস। কিন্তু বিধান সভার অধ্যক্ষ বিমান ব্যানার্জী প্রস্তাবটি পড়তে বাধা দেন এবং প্রস্তাবটি উল্লেখও করতে দেননি। মেট্রো ডেয়ারির বিরুদ্ধে ৫০০ কোটি টাকার দূর্নীতি ও শেয়ার বিক্রিতে বিস্তর অনিয়মের অভিযোগ ছিল। এই নিয়ে তর্কাতর্কিতে কংগ্রেসের সচেতক মনোজ চক্রবর্তীর সঙ্গে […]