মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ৩০জুলাই: ইন্দোনেশিয়ার লাবুয়ান বাজোয় অনুষ্ঠিত প্রেসিডেন্টস কাপে সোনা জিতলেন ভারতের এম সি মেরি কম। ছ বারের বিশ্বজয়ী মেরি কম আরো একবার আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিত করলেন। কুড়ি তম প্রেসিডেন্টস কাপে দাপট নিয়ে শুরু করেছিলেন মেরি কম। গত মে মাসেই ইন্ডিয়া ওপেন বক্সিং টুর্ণামেন্টে সোনা জিতেছিলেন 36 বছর বয়সী মেরি কম। এরপর […]