চিন্তন ওয়েব ডেস্ক, চৈতালি নন্দী, কলকাতা,১৭ ই ফেব্রুয়ারি:রাজ্য সরকারের উদ্যোগের অভাবেই এরাজ্যে আন-এডেড মাদ্রাসাগুলো বঞ্চিত হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাহায্য থেকে। পশ্চিমবঙ্গ আন-এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির উদ্যোগে উঠে এসেছে এমন তথ্য যে, এইসব মাদ্রাসাগুলো রাজ্যসরকারের সাহায্য থেকে বঞ্চিত।রাজ্যের যেসব মাদ্রাসাগুলি সরকারি সাহায্য পায়না, তারা এবার মিড ডে মিল সহ অন্যান্য সরকারি অনুদান ও সুযোগ সুবিধার জন্যে […]