রাজ্য

দীর্ঘ একবছর বন্ধ চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল


চৈতালি নন্দী, চিন্তন নিউজ, ১৪ জুলাই: গত লোকসভা নির্বাচনে কেন্দ্র ও রাজ‍্যের শাসকদল অনেক বড় বড় প্রতিশ্রুতির সঙ্গে গোন্দলপাড়া জুটমিল খোলার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষ সহ জুটমিল শ্রমিকদের থেকে ভোট প্রার্থনা করেছিল। নাম কা ওয়াস্তে ক’দিনের জন‍্যে জুটমিল খোলাও হয়েছিল সাধারণ মানুষকে বোকা বানানোর জন‍্যে। এতে শ্রমিকরা না পেলেন কাজ, না হোলো কোনো উৎপাদন। উদ্দেশ্য […]