মীরা দাস, চিন্তন নিউজ, ৬ জুন: এক কালে নাম করা অপটিক ফাইবার কেবল তৈরীর কারখানা ছিল। এই কারখানায় হাজার হাজার শ্রমিক কর্মচারির অন্ন সংস্থান হয়েছিল। কারখানাকে ঘিরে বিরাট বসতি গড়ে উঠেছিল। নামকরা স্কুল, কলেজ, হাসপাতাল, খেলার মাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠানের হল, বিশাল মার্কেট, সব কিছুই গড়ে উঠেছিল এই কারখানাকে ঘিরে। কিন্তু আজ সব বন্ধ। চিরদিনের মত […]