রাজ্য

তিস্তা বাঁধের জালে একশো কুড়ি কিলো ওজনের বাঘা আড় মাছ, পাড়ে তুলতে হিমশিম খেল জেলেরা


মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ৭ জুলাই: তিস্তা ব্যারেজে ধরা পরল একশো কুড়ি কিলো ওজনের রিভার মনস্টার। মাছটিকে পাড়ে তুলতে কালঘাম ছুটল জেলেদের। স্থানীয় সূত্রে জানা গেছে, গজলডোবার ১২ নম্বর কলোনির বাসিন্দা মৎস্যজীবী রুহি দাস সঙ্গীদের নিয়ে শুক্রবার দুপুরে নৌকা নিয়ে মাছ ধরতে যান তিস্তা ব্যারেজের লকগেটের কাছে। ভরা তিস্তায় জাল বিছাতে থাকেন তারা। লক গেটের […]