সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ২৮ ডিসেম্বর: উন্নয়নের জোয়ারে ভেসে গিয়ে ৮৫ কারখানার জায়গায় এখন ২৩টি কারখানা। ফলতা শিল্পাঞ্চলের হাল বেহাল গত ৯/১০ বছরে। আগে যেখানে ৮৫ টা কারখানা চলতো এখন তার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ টি। আগে কারখানা গুলোয় কর্মী ছিলেন ২৮ হাজার আর এখন কাজ করেন মাত্র ৬ হাজার শ্রমিক। বহু সংস্থায় বেতন সেই ২২০ […]