শাশ্বতী ঘোষাল, চিন্তন নিউজ, ১০ জুন: আসামের তিনসুকিয়া জেলার বাঘজন গ্রামে অবস্থিত তৈলকূপে এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো গোটা এলাকা। প্রাণ ভয়ে ভীত, আতঙ্কিত মানুষজন দ্রুত বিকল্প ব্যবস্থার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। খবরে প্রকাশ যে গত দু সপ্তাহ ধরে ঐ তৈলকূপটিতে লাগাতার গ্যাস নির্গত হচ্ছিল। তৈলকূপটির মালিক “অয়েল ইন্ডিয়া লিমিটেড”। ক্রমাগত গ্যাস নির্গত হওয়ার কারণে […]