দীপশুভ্র সান্যাল, জলপাইগুড়ি, ৭ই অক্টোবর:- মালবাজারে হড়পা বানে জলে ডুবতে থাকা ১০ জনকে একাই বাঁচিয়ে এখন গ্রামের হিরো মহম্মদ মানিক। দশমীতে মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে যে বিপর্যয় ঘটে তাতে ৮ জন মারা গিয়েছেন। বরাত জোরে রক্ষা পেয়েছেন শতাধিক মানুষ। তাঁদের মধ্যে ১০ জনকে রক্ষা করেন একা মানিক। তেসিমলা গ্রামপঞ্চায়েত এলাকার এই যুবকও […]