নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১০ সেপ্টেম্বর: সাত বছর পর কলকাতা পুলিশে ফিরলেন দময়ন্তী সেন, রাজ্য পুলিশ পেল নতুন টাস্ক ফোর্স দময়ন্তী সেন। প্রশ্ন উঠছে এই সাতবছর কোথায় ছিলেন আইপিএস দময়ন্তী সেন? পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের দু’মাসের মাথায় আইপিএস দময়ন্তী সেনকে বদলি করা হয়েছিল। প্রথমে ব্যারাকপুরে পুলিশ ট্রেনিং স্কুলে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদে বদলি করা হয়েছিল দময়ন্তীকে। […]