গোপা মুখার্জী, চিন্তন নিউজ, ১০ জুন: বর্ণ বিদ্বেষের শিকার হলেন আরও এক দলিত যুবক। মন্দিরে প্রবেশ নিয়ে ঝামেলার জেরে গত শনিবার রাতে খুন হয় বিকাশ জাতভ নামে সতেরো বছরের এক দলিত যুবক। অভিযোগ ওঠে চারজন উচ্চ বর্ণের (চৌহান সম্প্রদায়) যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের আমরোহার ডোমখেড়া গ্রামে। মৃতের পরিবার সূত্রে জানা জানা গিয়েছে ঘটনার প্রায় […]