কাকলি চ্যাটার্জি, চিন্তন নিউজ, ২২ জানুয়ারি: সিভিল ডিভিন্সের কর্মীদের বিকাশভবন অভিযান ছিল আজ। পুলিশকে জানানো হয়েছিল আগেই। তবুও সল্টলেক সিটি সেন্টার ১ এর পর মিছিল আর এগোতে দেয়নি পেটোয়া পুলিশবাহিনী। ওখানেই বসে পড়েন আন্দোলনকারীরা, শুরু হয় তর্কাতর্কি। অবশেষে ৪ জনকে ডেপুটেশনে যাওয়ার অনুমতি দেন পুলিশকর্তারা। আন্দোলনকারীদের দাবি প্রত্যেক সিভিল ডিফেন্স ভলান্টিয়ারের সারা মাস ৩০ দিন […]