সীমা বিশ্বাস, চিন্তন নিউজ, ৩রা জুন- গত বছর মার্চের পর অব্যাহত করোনা পরিস্থিতিতে ৯৩৪৬ জন শিশু পিতৃমাতৃহীন হয়েছে। রাষ্ট্রীয় শিশু অধিকার সুরক্ষা আয়োগের পক্ষ থেকে আজ সর্বোচ্চ ন্যায়ালয়কে এই তথ্য জানানো হয়। “বাল স্বরাজ” পোর্টালে নথিভুক্ত হয় দুর্ভগীয়া শিশুদের নাম। এ সকল শিশুদের সুনিশ্চিত ভবিষ্যৎ এর জন্য কেন্দ্রের বিশেষ প্রকল্প। পিতৃমাতৃহীন এই শিশুদের জন্য কেন্দ্রীয় […]