গৌতম রায়, চিন্তন নিউজ: বাংলা তথা ভারতের স্বদেশ চেতনার উন্মোচনে আচার্য ব্রজেন্দ্রনাথ শীলের (জন্ম- ৩রা সেপ্টেম্বর ১৮৬৪, মৃত্যু- ৩রা ডিসেম্বর ১৯৩৮) অবদান অবিস্মরণীয়। প্রত্যক্ষভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নিয়েও স্বদেশবাসীর ভেতরে জাতীয় চেতনার স্ফুরণে আচার্য ব্রজেন্দ্রনাথ যেভাবে তাঁর গোটা জীবনকে পরিচালিত করেছিলেন, তা বিস্ময়ের বিষয়। এক অর্থে বলা যায়, বিশ শতকের সূচনালগ্নে, গোটা দেশব্যাপী জাতীয় […]