কিংশুক ভট্টাচার্য, চিন্তন নিউজ, ২১ আগস্ট: ভারতরত্ন ভারতের গর্ব দেশের ঐতিহ্যের প্রতীক আজীবন বেনারসের গঙ্গাপাড়ের পৈত্রিক বাড়ির বাসিন্দা উস্তাদ বিসমিল্লাহ খানের প্রাচীন বাড়ি তাঁর ১৪তম মৃত্যুবার্ষিকির আগেই ভেঙ্গে ফেলার সিদ্ধান্তে সিলমোহরের ছাপ দিলো উত্তর প্রদেশ সরকার। প্রসঙ্গক্রমে একথা উল্লেখ করতেই হচ্ছে যে দেশভাগের পর যখন মহম্মদ আলি জিন্নাহ্ ওস্তাদজীকে শের-এ পাকিস্তান উপাধি দিয়ে সসম্মানে পাকিস্তানে […]