মীরা দাস, চিন্তন নিউজ, ১৮ জুন: বিহার রাজ্যের ১২টি জেলায় অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোম সংক্রমন অব্যাহত। এই রোগ বেশি প্রকট হয়েছে মুজফফরপুর ও তৎসংলগ্ন এলাকায়। গত ১২ ঘন্টায় আরও ৬টি শিশুর মৃত্যু হয়েছে। মেডিক্যেল কলেজে পাঁচ এবং কেজরিওয়াল হাসপাতালে ১টি শিশুর মৃত্যু হয়েছে। সব সুদ্ধ রাজ্যে ৬৮ টি শিশু মৃত্যু হয়েছে এবং হাসপাতালে আরো ৮০ টি […]