মীরা দাস, চিন্তন নিউজ, ২৬ মে: কলকাতার টালিপাড়া থমথমে, থমকে গেছে ব্যস্ততা, শুনশান শুটিং ফ্লোর, ফের বন্ধের মুখে বাংলা সিরিয়াল। আর্টিস্ট ফোরাম আর্থিক দুর্নিতির অভিযোগ করেছে ”দাগ ক্রিয়েটিভ মিডিয়ার” বিরুদ্ধে। এই সংস্হার প্রযোজিত সিরিয়াল গুলির মধ্যে আছে জয় বাবা ফেলুনাথ, আমি সিরাজের বউ, খনার বচন, প্রথম প্রতিশ্রুতি, মহাপ্রভু শ্রীচৈতন্য। বিশাল অঙ্কের টাকা বাকি পড়ে আছে। […]