পম্পা নন্দী, চিন্তন নিউজ, ২৬ জুন: বাম শাসনকালে বিরোধী নেত্রী মমতা ব্যানার্জী ডিএ নিয়ে কর্মীদের আন্দোলনে বলেছিলেন, যে সরকার ডিএ দিতে পারে না তাদের একমূহূর্তও সরকারে থাকার অধিকার নেই। ২০১১ সালের পরিবর্তনের পর বিগত আট বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। ডিএ র ফারাক বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন “বেশী ঘেউ ঘেউ […]