সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ৭ জুন: পাঁচ বছরের নিচে সব শিশুরা এক চরম বিপদের সামনে। সূত্রের খবর প্রতি বছর ১ লক্ষ শিশুর মৃত্যু হচ্ছে বায়ু দূষণের ফলে, যাদের বয়স পাঁচ বছরের নীচে। আমাদের দেশে এ ১২.৫% শিশু মারা যায় যার কারণ শুধুমাত্র বায়ু দূষণ। বুধবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। তারই প্রাক্কালে এই তথ্য সামনে এসেছে। […]