দেশ

ইভিএম বদলের আশঙ্কা ক্রমশ সত্যে পরিণত হচ্ছে


শাশ্বতী ঘোষাল, চিন্তন নিউজ, ২১ মে: বিরোধী দলগুলির আশঙ্কা ছিল যে ভোট গণনার পূর্বেই ইভিএম বদল হতে পারে। এ আশঙ্কা সত্যে পরিণত হতে দেখা যাচ্ছে। সোমবার ২০ মে রাতে আরজেডি –কংগ্রেস কর্মীরা ইভিএম ভর্তি একটি ট্রাক ধরে ফেলেন। জানা গেছে ট্রাকটি সরণ ও মহারাজগঞ্জের স্ট্রং রুমে ঢোকার চেষ্টা করেছিল। আরজেডি ইভিএম ট্রাকের ছবি টুইট করেন এবং বলেন এলাকার বিডিও সে সময় উপস্থিত থাকলেও তার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায় নি। বর্তমানে ট্রাকটির অবস্থানও তাঁর অজানা।
উত্তর প্রদেশের ডুমুরিয়াগঞ্জের বিএসপি প্রার্থীরও ঐ একই অভিযোগ। সেখানে ইভিএম স্থানান্তরিত করার চেষ্টা হলে স্থানীয় লোকজন ও জোটকর্মী সমর্থকগণ গাড়িটিকে আটক করলে প্রশাসনের সঙ্গে বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা হয়। সংবাদ মাধ্যমে খবর পৌঁছে গেছে শুনেই গোপনে ইভিএম মেসিনগুলো সস্থানে রেখে গাড়িটি সরিয়ে ফেলা হয়। উত্তর প্রদেশের চাঁদোলি ও গাজিপুরে ও ইভিএম পরিবর্তনের খবর প্রকাশ পেয়েছে। পুলিসের দুর্ব্যবহারে ঐ দুই স্থানে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মী ও অন্যান্য দলের সদস্য গণ। গাজীপুরে জোট প্রার্থী আফজাল আনসারী ও তার সমর্থকদের সঙ্গে পুলিস দুর্ব্যবহার করলে তারা ধর্ণায় বসেন। এখন দেখা যাক এবারে দেশের সাধারণ মানুষের ন্যূনতম চাহিদা — গণতান্ত্রিক উপায়ে সরকার নির্বাচনে তাদের অধিকার – কতটা রক্ষিত হয় ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।