জেলা

জলমগ্ন জলপাইগুড়ি, ডিওয়াইএফ‌আই এর উদ্যোগে বাড়ি বাড়ি পৌঁছে গেল রান্নাকরা খাবার


সাম্য সরকার: চিন্তন নিউজ:২৩শে সেপ্টেম্বর:- জলমগ্ন জলপাইগুড়ি শহর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জলপাইগুড়ি শহরের ছাত্র-যুব’রা বামপন্থী সংগঠনের তরফ থেকে আজ শহরের বিভিন্ন এলাকায় রান্না করা খিচুড়ি বিলি করা হলো। গতকাল রাত থেকে শহর এলাকায় প্রচন্ড বৃষ্টি হওয়ার ফলে জলপাইগুড়ি শহর জলমগ্ন হয়ে পড়েছে। শহরের বেশিরভাগ রাস্তাঘাট জলে টইটুম্বুর কোথাও কোথাও বাড়ির খাটের উপর দিয়ে আবার আবার কোথাও বাড়ির বারান্দার টিনের চালের উপর দিয়ে জল যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে জলপাইগুড়ি শহরের বামপন্থী ছাত্র যুব এই জলমগ্ন এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে খাবার বিলি করলো। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফ‌আই জলপাইগুড়ি শহর লোকাল কমিটির সম্পাদক সাম্য সরকার, ভারতের ছাত্র ফেডারেশনের জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রভাকর সরকার, যুবনেতা দেবব্রত ভৌমিক, সাগর নীল সেনগুপ্ত, সাগর ভৌমিক, সমেত অন্যান্য ছাত্র- যুব নেতৃত্ব।

গোটা শহর জলমগ্ন হ’লেও পৌরসভার পক্ষ থেকে এখনও অবধি জলপাইগুড়ি শহরকে এই এই পরিস্থিতি থেকে উদ্ধার করার কোন রকম চেষ্টা লক্ষ করা যায়নি বলে জানায় জলপাইগুড়ি ডিওয়াইএফ‌আই শহর লোকাল কমিটির সম্পাদক সাম্য সরকার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।