মীরা দাস:চিন্তন নিউজ:১৩ই সেপ্টেম্বর:–বিশেষজ্ঞ মহল বলছে শেয়ার বাজার ও লগ্নি হারাচ্ছে এর জন্য দায়ী …চাহিদার ঘাটতি ।
ক্রয়ক্ষমতা যদি সাধারন মানুষের না বাড়ে ,মন্দা থেকে রেহাই পাবে না ।বিশিষ্ট ক্রেডিট রেটিং সংস্থা ,গাড়ী শিল্পের মালিক ,সকলেই এই বিষয়ে একমত ।
মঙ্গলবার এই মন্দার বাজারে শেয়ার বাজারের দর ফের নেমেছে ।হিসাবে দেখা যাচ্ছে মোদী সরকারের দ্বিতীয় দফার ১০০ দিনে শেয়ার বাজার থেকে ১২ লক্ষ কোটি টাকা তুলে নিয়ে চলে গেছে লগ্নিকারীরা । গত মাসেই অর্থ মন্ত্রী রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের সংখ্যা ২৭ থেকে কমিয়ে ১২ করার ঘোষনা করেছেন ।
এদিকে ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়াতেই বাজারে যে মন্দা নেমেছে তার থেকে ,দ্রুত রেহাই মিলবে না বলেই জানিয়েছে আন্তর্জাতিক আর্থিক রেটিং সংস্থা ফ্লিচ ।আরও জানিয়েছে তারা, যে ভারতে শিল্পে উৎপাদনের হার কমছে ।ফলে মোট অভ্যন্তরীন উৎপাদন ( জিডিপি ) ‘ র হার কমছে ।
শেয়ার বাজারে মোদী সরকারের ১০০ দিনের বিনিয়োগের শুন্য ছবি স্পষ্ট করে দিয়েছে ।বিএসই শেয়ার বাজারে ১০০ দিন আগে মোট মুলধনের পরিমান ছিল ১,৫৩,৬২,৯৩৬ লক্ষ কোটি টাকা । বাজার থেকে লগ্নি গ্রাহকরা ১০ দিনে ১২ লক্ষ কোটি টাকা তুলে নিয়েছে ।লগ্নিকারীরা শেয়ার বাজার থেকে টাকা তুলে নেবার ফলে বেশী শেয়ারের দাম কমেছে রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের। তার শেয়ারের দামে হ্রাসের হার হলো ২৬.১৩ শতাংশ ।ধাতু শিল্পের হার কমেছে ১৯.৬৫ শতাংশ ।এই ১০০ দিনে মোদী সরকারের বিক্রি কমে মন্দা বেড়ে চলায় শিল্প বন্ধহতে চলেছে।সরকার বিনিয়োগ বাড়ছে বলে যে দাবি করছে তা সম্পুর্ন অসার প্রমানিত হয়েছে এই লগ্নিপুঁজি তুলে নেওয়ার হার বেড়ে চলায় ।মোদী সরকার ১০০ দিনের উৎসব অসার ,উৎসব .। বিশেষজ্ঞরা বলছেন যে আমজনতার কোন সাড়া নেই সেটা শেয়ার বাজার দেখাচ্ছে ।