রাজ্য

দক্ষিণ চব্বিশ পরগনার বুক স্টলের সংবাদ…………..


চিন্তন নিউজ:২৪শে অক্টোবর:–দেবু রায় যাদবপুর থেকে জানাচ্ছেন….
সারা রাজ্যে সুস্থ সংস্কৃতি বজায় রাখতে, যাদবপুর অঞ্চল ও পিছিয়ে নেই. গতকাল মধ্য যাদবপুর সিপিআই(এম) এরিয়া কমিটি মোট পাঁচটা বইয়ের স্টল খোলে, এই স্টল গুলির উদ্ভোদন করেন রাজ্য সভার সংসদ বিকাশ ভট্টাচাৰ্য. এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গণতান্ত্রিক লড়াইয়ের নেতা কানাই দেব ও উজ্জ্বল চ্যাটার্জী. যে পাঁচটি অঞ্চলে স্টল খোলা হয় সেই গুলি হলো
1)বৈষ্ণব ঘাটা -পাটুলি
2)বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে
3)গাঙ্গুলি বাগান
4)রবীন্দ্র পল্লী
5)কানুন গো পার্ক

জয়নগর থেকে রমা চক্রবর্তী জানাচ্ছেন আজ জয়নগর ২নম্বর এরিয়া কমিটি র মার্ক্সিয় ও প্রগতিশীল বুক স্টল উদ্বোধন হোলো l উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক ও স্থানীয় নেতৃত্ব l

বজ বজ থেকে এজাজুল হক জানাচ্ছেন আজ মহাসপ্তমীর দিন বিড়লা পুর বাজারে শারদীয়া বুক স্টলের উদ্বোধন হোলো l উদ্বোধন করেন স্থানীয় নেতৃত্বl

সাতগাছিয়া থেকে বিশ্বনাথ পাঁজা জানাচ্ছেন আজ সাতগাছিয়া cpim এরিয়া কমিটির পক্ষ থেকে রথতলা শাখায় মার্ক্সিয় ও প্রগতিশীল বুক স্টলের উদ্বোধন হয় l উদ্বোধন করেন ভারতীয় গণনাট্য আন্দোলনের নেতৃত্ব গৌতম বাঙ্গাল l উপস্থিত ছিলেন ছাত্র যুব নেতৃত্ব l

বারুইপুর পশ্চিম থেকে সুচরিতা বসু জানাচ্ছেন আজ বারুইপুর প্রভাষ রায় স্মৃতি ভবন এর সামনে বুক স্টলের উদ্বোধন হয় l উপস্থিত ছিলেন গণআন্দোলের নেতা সুজন চক্রবর্তী ও সিপিআই(এম)জেলা সম্পাদক শমীক লাহিড়ী l


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।