চিন্তন নিউজ:২৫শে অক্টোবর:- সাতগাছিয়া থেকে বিশ্বনাথ পাঁজা জানাচ্ছেন…. ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন(DYFI) বুড়ুল সাতগাছিয়া লোকাল কমিটির উদ্যোগে মুচীশায় বুক স্টল উদ্বোধন করলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক মাননীয় কৃষ্ণেন্দু দেবমহাশয়।উপস্থিত ছিলেন আকাশবাণী কলকাতার তালিকাভুক্ত রাষ্ট্র বিঞ্জান শিক্ষক মাননীয় কুণাল দাস মহাশয়। এছাড়া গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব সহ ছাত্র যুব নেতৃত্ব।
সাগর থেকে নিজস্ব প্রতিনিধি জানাচ্ছেন,,
গতকাল রাতে গঙ্গাসাগরে কীর্ত্তনখালি গ্রামে ১০৬ নম্বর বুথে আনুমানিক ২৩-২৪ বছর বয়সী গৃহবধূ কাকলী প্রামানিকের অস্বাভাবিক মৃত্যু ঘটে । প্রতিবেশীরা জানার আগে মাত্তবররা হাজির হয় ঘটনাস্থলে । প্রতিবেশীরা গিয়ে দেখে মৃতা মাটিতে পড়ে আছেন । স্বামী – পেশায় টোটো চালক দিলিপ প্রামাণিক । দাম্পত্য কলহ অবিরত লেগে ছিল , স্বামীর অসঙ্গত জীবন যাপন নিয়ে প্রায় অশান্তি লেগে থাকতো। প্রতিবেশীরা নিরেপেক্ষ তদন্তের দাবি করছেন l মাতব্বরদের উদ্যোগে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে । সাগর থানার পুলিশ স্বামীকে গ্রেফতার করেছে l মৃতদেহ পোস্টমোটেমের জন্য পাঠানো হয়েছে।
বজ বজ থেকে এজাজুল হক জানাচ্ছেন….
বিড়লা পুর বাওয়ালী এরিয়া কমিটির উদ্যোগে শারদীয়ার মার্কসীয় বুক স্টল দেওয়া হয়েছে বিড়লা পুর বাজার গেট ও ডোঙগাড়িয়া মোড়ে l উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক ও ছাত্র যুব নেতৃত্ব l
মগরাহাট থেকে দেবরাজ মন্ডল জানাচ্ছেন…. মগরাহাট এরিয়া কমিটির অন্তর্গত ধামুয়া শাখার শারদীয়া পুস্তক বিক্রয় কেন্দ্র উদ্ধোধন করেন এরিয়া কমিটির সম্পাদক শুভেন্দু নস্কর
