জেলা

দক্ষিণ দিনাজপুর জেলা নিউজ:-


সুশান্ত বিশ্বাস: চিন্তন নিউজ:১৪ই সেপ্টেম্বর,২০২০:- প্রতিটি পঞ্চায়েতে তৃণমূলের ব্যাপক দুর্নীতি অব্যাহত। এই দূর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এবং জনগণের বিভিন্ন দাবিতে আজকে সিপিআই(এম) গঙ্গারামপুর এরিয়া কমিটির পক্ষ থেকে সুকদেবপুর অঞ্চল পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দেওয়া হলো। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস, কমরেড মানবেশ চৌধুরী, এরিয়া সম্পাদক কমরেড অচিন্ত্য চক্রবর্তী, তৌহিদ-ই-আমন, পার্থ সরকার সহ অন্যান্য নেতৃত্ব।

“গভীর ষড়যন্ত্র”
ভিন্ন মতের টুঁটি চেপে ধরার গভীর ষড়যন্ত্র চালালো গুজরাট দাঙ্গায় অভিযুক্ত অমিত শাহের দিল্লীর পুলিশ।দিল্লীর জাফরবাদের দাঙ্গায় পুলিশকে সাথে যিনি উস্কানি দিয়েছিলেন সেই বিজেপির নেতা কপিল মিশ্রকে আইনের আওতায় না এনে দাঙ্গায় বিধ্বস্ত মানুষের পাশে যিনি দাঁড়ালেন সেই সিপিআই(এম)পার্টির সর্বভারতীয় সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি সহ একগুচ্ছ সমাজকর্মীকে চার্জশিটে নাম ঢোকানোর প্রতিবাদে সিপিআই(এম) গঙ্গারামপুর এরিয়া কমিটির পক্ষ থেকে আজকে গঙ্গারামপুরে মিছিল সংগঠিত হলো। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত ভাষণ দেন এরিয়া সম্পাদক কমরেড অচিন্ত্য চক্রবর্তী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।